Monday, December 15, 2014

ভিসা প্রশেসিং এর পদ্ধতি

প্রথমে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের ওয়েবসাইটে গিয়ে আপনার পূর্ণাঙ্গ তথ্য দিয়ে এপ্লিকেশন ফর্মটি পূরণ করুন।
ঠিকঠাক মত ফর্মটি ফিলাপ করার পর আপনি একটি ওয়েব ফাইল নম্বর পাবেন।
আপনার ওয়েব ফাইল নম্বর, জন্ম তারিখ ও পাসপোর্ট নম্বর ইমেইলে বা এসএমএস এর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিন।
বিকাশের মাধ্যমে আমাদের নির্ধারিত ফি পাঠিয়ে তা ফোন করে কন্ফার্ম করুন।
নির্দিষ্ট সময়ের ডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফোন করে আপনাকে জানিয়ে দেব। সাধারন এপ্লিকেশনের ক্ষেত্রে ৫-১০ দিন ও জরুরী এপ্লিকেশনের ক্ষেত্রে ২৪-৪৮ ঘন্টার মধ্যে এপয়েন্টমেন্ট ডেট কন্ফার্ম করা হয়। কন্ফার্ম করার ঠিক এক সপ্তাহ পরের ডেট পাওয়া যায়। অর্থাৎ যদি ১ তারিখে ডেট কন্ফার্ম করা হয়, তাহলে ৮ তারিখে ভিসা অফিসে যাওয়ার সময় ধার্য করা হয়।
আপনি ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের ওয়েবসাইট থেকে এপয়েন্টমেন্ট ডেট সহ আপনার এপ্লিকেশন ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন।
নির্দিষ্ট ডকুমেন্ট ও পাসপোর্ট সহ আপনার এপ্লিকেশন ফর্মটি এপয়েন্টমেন্ট এর সময় অনুযায়ী ভিসা অফিসে জমা দিতে হবে।
সব ডকুমেন্ট ঠিক থাকলে ২-৩ দিনের মধ্যে আপনি ভিসা সহ পাসপোর্টটি ফেরত পেয়ে যাবেন।
সম্পূর্ণ প্রশেসটি সম্পণ্য করতে ১০ থেকে ২০ দিন সময় লাগে।

No comments:

Post a Comment